দুটি দুই মেরুর। ডায়েবিটস হলে মিষ্টি খাওয়া বারণ, আবার রসগোল্লা দিবসে অন্তত একটা রসগোল্লা মুখে পুরব না তা কি হয়? এদিকে আজই আবার শিশু দিবস। সব মিলিয়ে তিনটি বিশেষ দিনকে ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। মজার মজার মিম শেয়ার থেকে শুরু করে লম্বা লম্বা পোস্ট। নেট পাড়ার একাংশ এই তিন ‘অদ্ভুত’ সম্বনয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন।
ডায়েবেটিস বা সুগার সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস ডে হিসাবে পালন করা হয়। এদিকে আজকের দিনটাকেই রাজ্য সরকার রসগোল্লা দিবস হিসেবে ঘোষণা করেছে। সৌজন্যে রসগোল্লার জি আই ট্যাগ প্রাপ্তি। আজ থেকে পাঁচ বছর আগে রসগোল্লার মালিকানা যুদ্ধে ওড়িশার কাছে জয়ী হয়েছিল রাজ্য। বাংলার একান্ত নিজের মিষ্টি হিসাবে জি আই ট্যাগ পেয়েছিল বাংলা। দীর্ঘ লড়াইয়ের পর ২০১৮ সালে ১৪ নভেম্বর বাংলার রসগোল্লা জি আই ট্যাগ পায়। সে থেকে রাজ্যের ঘোষণা মোতাবেক আজকের দিন টিকে রসগোল্লা দিবস হিসেবে পালন করা হয়।
আজকের দিনটিকে উদযাপনের জন্য শহরের অনেক দোকানেই পাঁচ রকমের রসগোল্লা বিক্রির জন্য রাখা হচ্ছে। সেই সঙ্গে কচিকাঁচাদের হাতে রসগোল্লা তুলে দিয়ে অনেক জায়গাতেই শিশু দিবসও পালন করা হচ্ছে। সব মিলিয়ে রাজ্যে ১৪ নিভেম্বর দিনটি বেশ জমজমাট হয়ে উঠেছে।
Comments are closed.