হিঙ্গলগঞ্জে লোকালয়ে ঢুকে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসীরা

বাঘের আতঙ্ক তাড়া করল হিঙ্গলগঞ্জ ব্লকের ঝিঙ্গাখালির পারঘুমটি গ্রামে। বুধবার হঠাৎ গ্রামে শোনা যায় রয়্যাল বেঙ্গলে গর্জন। গ্রামের রাস্তার মধ্যেই দেখা যায় আট ফুটের রয়্যাল বেঙ্গল টাইগার।

খবর দেওয়া হয় বন দফতরে। রাতভর চলে রয়্যাল বেঙ্গল টাইগারের খোঁজে তল্লাশি। শেষ পর্যন্ত বনকর্মীরা বাঘটিকে খুঁজে বের করে বৃহস্পতিবার সকালে। ঘুম পাড়ানি ইনজেকশন দিয়ে বাঘটিকে ফেরত পাঠানো হয় জঙ্গলে। পারঘুমটি গ্রামের উল্টো দিকেই সুন্দরবনের ঝিঙাখালি জঙ্গল। জঙ্গলে ছেড়ে দেওয়া হবে তাকে বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা। জঙ্গল আর লোকালয়ের মাঝে রয়েছে কুঁড়েখালি নদী। লোকালয়ে বাঘের প্রবেশ রুখতে জঙ্গলের চারিদিকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। কিন্তু খাবারের খোঁজে সেই জাল ছিঁড়েই ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল। কুঁড়েখালি নদী সাঁতরে পেরিয়ে সন্ধ্যায় লোকালয়ে ঢুকে পড়ে বাঘটি।

উল্লেখ্য, এক সপ্তাহ আগেই পারঘুমটি গ্রামের পাশের গ্রাম সামশেরনগরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝিঙাখালি জঙ্গল লাগোয়া বনবিবি মন্দিরে পুজোও দেন।

Comments are closed.