গত ২ বছরে ছাপা হয়নি একটিও ২০০০ টাকার নোট, সংসদে জানালেন মন্ত্রী
গত বছর বাজারে ২০০০ টাকার নোটের প্রচলন ছিল মাত্র ৩৫ শতাংশ।
২০১৬ সালে নোট বন্দির পর বাজারে ২০০০ টাকার নোটের প্রচলন কম কেন? এই প্রশ্নের উত্তরে আজ লোকসভায় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, গত দু’বছরে ছাপা হয়নি একটিও ২০০০ টাকার নোট। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ২ হাজারের নোটের প্রচলন মানুষের মধ্যে কম থাকায় RBI এর সিদ্ধান্ত অনুযায়ী একটিও নোট ছাপানো হয়নি।
এদিন, সংসদে এ গণেশমূর্তি জানতে চেয়েছিলেন, জনগণের মধ্যে দুই হাজার টাকার নোটের প্রচার খুব কম কেন? এছাড়াও ব্যাংক ও এটিএম গুলিতেও ২ হাজারের নোট পাওয়া যাচ্ছে না কেন? এ বিষয়ে সরকার কতটা সচেতন সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, কোন নোট মানুষের কাছে কতটা বেশি চাহিদা মেটাচ্ছে, কতটা ব্যবহারিক ও সুবিধাজনক তার ওপর ভিত্তি করেই Reserve Bank of India (RBI) সিদ্ধান্ত নেয় নোটটি বেশি ছাপানো হবে।
একটি সমীক্ষা করে জানা গিয়েছে গত বছর ২০০০ টাকার নোটের প্রচলন ছিল মাত্র ৩৫ শতাংশ। কিন্তু, নতুন ৫০০, ২০০, ১০০ এবং ৫০ টাকার নোট অনেক বেশি বাজারে প্রচলিত।
Comments are closed.