উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর পর আরএসএস প্রধান মোহন ভাগবতের টুইটার থেকে ব্লু টিক বা ভেরিফায়েড সাইন সরিয়ে নিল টুইটার। মোহন ভাগবত ছাড়াও RSS এর প্রথম সারির নেতা কৃষ্ণ কুমার, অরুণ কুমার, সুরেশ সোনি, সুরেশ জোশীর টুইটার হ্যান্ডল ভেরিফায়েড সাইন হারিয়েছে।
শনিবারই বেঙ্কাইয়া নায়ডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে নীল টিক সরিয়ে নেওয়া হয়। চাপের মুখে কয়েকঘন্টার মধ্যেই ফিরিয়ে দেওয়া হয় নীল টিক। তখনই দেখা যায়, শুধু ভেঙ্কাইয়া নন, আরএসএস প্রধান মোহন ভাগবতের টুইটার থেকেও নীল টিক গায়েব!
টুইটারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গত ৬ মাস ধরে টুইটারে যে অ্যাকাউন্ট ইন অ্যাকটিভ হয়ে রয়েছে, সেখান থেকে ব্লু টিক তুলে নেওয়া হচ্ছে।
নতুন ডিজিটাল আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে টুইটারের টানাপোড়েন অব্যাহত। ট্যুইটারকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ফের চিঠি দিয়েছে কেন্দ্র। এই প্রেক্ষিতে দেশের ক্ষমতাসীন গোষ্ঠীর ঘনিষ্ঠদের ট্যুইটার হ্যান্ডল থেকে গত ৬ মাস অচল থাকার নিয়ম দেখিয়ে ব্লু টিক তুলে নেওয়া গোটা ঘটনাপ্রবাহে নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছেন পর্যবেক্ষকদের একটি অংশ।
Comments are closed.