দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে সশরীরে হাজিরা দিতে হবে না রুজিরা ব্যানার্জিকে। আদালতের রায়ে স্বস্তিতে অভিষেক পত্নী। রুজিরার বদলে তাঁর আইনজীবী হাজিরা দিলেই হবে, সোমবার শুনানিতে এমনটাই জানায় দিল্লি হাই কোর্ট।
কয়লা কাণ্ডে ১২ অক্টোবর দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে তাঁকে হাজিরা হতে নির্দেশ দেওয়া হয়েছিল। পাটিয়ালা কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে যান অভিষেক ব্যানার্জি। এদিন দিল্লি হাইকোর্টের রায়ে পুজোর মরশুমে স্বস্তিতে রুজিরা ব্যানার্জি।
উল্লেখ্য এর আগে রুজিরাকে দিল্লির ইডির দফতরে তলব করা হয়। সে সময় রুজিরা জানিয়েছিলেন কোভিড কালে তাঁর দুই ছেলে মেয়েকে ছেড়ে দিল্লি যাওয়া সম্ভব না। তদন্তে সব রকমের সহযোগীতার আশ্বাস দিয়েছিলেন রুজিরা। সেই সঙ্গে বলেছিলেন ইডি কলকাতায় এসে তাঁর সঙ্গে কথা বলুক।
অভিষেক পত্নী হাজিরা এড়াচ্ছেন, এই অভিযোগে দিল্লির পাটিয়ালা কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। পাটিয়ালা কোর্ট থেকেই রুজিরাকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। আর পাটিয়ালা কোর্টের এই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্ট যান অভিষেক। সোমবার দিল্লি হাই কোর্টের বিচারপতি যোগেস খান্না রায় দেন, রুজিরার পরিবর্তে তাঁর আইনজীবী আদালতে হাজির হলেই হবে।
Comments are closed.