সাড়ে ৫ ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষ, ছেলে কোলে ED দফতর ছাড়লেন রুজিরা ব্যানার্জি 

সাড়ে পাঁচ ঘন্টা পর ইডির দফতর থেকে বেরোলেন অভিষেকপত্নী রুজিরা ব্যানার্জি। বৃহস্পতিবার কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন নির্দিষ্ট সময়ই সিজিও কমপ্লেক্সে চলে আসেন রুজিরা। আড়াই বছরের ছেলেকে কোলে নিয়েই তিনি ইডি’র দফতরে হাজিরা দিতে আসেন। দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ শেষে পায়ে হেঁটে ইডির দফতর থেকে বেরিয়ে আসেন তিনি। 

উল্লেখ্য, কয়েকদিন আগে কয়লা কাণ্ডে রুজিরা ব্যানার্জি জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেবারে অভিষেকের বাড়ি শান্তিনিকেতনে গিয়ে রুজিরার সঙ্গে কথা বলেছিলেন তদন্তকারীরা। সে সময় তাঁকে সাত ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে এদিন রুজিরাকে তলব নিয়ে মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন অভিযোগ করেন, মমতা ব্যানার্জি, অভিযোগ ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করার জন্যই রুজিরাকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। তাঁর আরও দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে বিজেপি। বিরোধীদের মনোবল ভাঙতে এজেন্সিকে কাজে লাগাচ্ছে মোদী সরকার।  

Comments are closed.