কোভ্যাকসিন, কোভিশিল্ডের পর স্পুটনিক ভি। ভারতেও এবার পাওয়া যাবে রাশিয়ায় তৈরি COVID 19 টিকা স্পুটনিক ভি। যার দাম ধার্য হয়েছে ৯৯৫ টাকা ৪০ পয়সা। পরের সপ্তাহ থেকেই ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ নিতে পারবেন স্পুটনিক ভি।
রুশ ভ্যাকসিন তৈরির বরাত পেয়েছে ওষুধ নির্মাণকারী সংস্থা ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ।
সূত্রের খবর, করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে ৯১.৬ শতাংশ (এফিকেসি) কাজ করছে স্পুটনিক ভি। জানা গেছে, এখনও ভারতে এই ভ্যাকসিন উৎপাদন হচ্ছে না। আপাতত রাশিয়া থেকেই আনতে হচ্ছে। ফলে কোভিশিল্ডের থেকে এর দাম অনেকটাই বেশি। জুলাই মাস থেকে দেশে টিকা উৎপাদন শুরু হলে দাম কমতে পারে বলে জানা গেছে।
এই মুহূর্তে দেশের বেসরকারী হাসপাতালে সিরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড পাওয়া যাচ্ছে ৬০০ টাকায় (বেস প্রাইস)। রাজ্য সরকারদের ৪০০ টাকায় এই ভ্যাকসিন বিক্রি করছে সিরাম ইন্সটিটিউট। আর কেন্দ্রের কাছে এই ভ্যাকসিনের দাম রাখা হচ্ছে ১৫০ টাকা। অন্যদিকে ভারত বায়োটেকের কোভ্যাকসিন বেসরকারী হাসপাতালে বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। সেই ক্ষেত্রে কোভিশিল্ডের থেকে দাম বেশি হলেও কোভ্যাকসিনের থেকে দাম কম থাকছে স্পুটনিক ভি-র।
জানা গেছে, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের করোনা টিকা ভারতের বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগবে।
Comments are closed.