সিনেমা ছেড়ে আসানসোলের মাটিতে প্রচারে ব্যস্ত সায়নী

প্রচারে কোন ত্রুটি রাখছেন না অভিনেত্রী সায়নী ঘোষ।

অপেক্ষায় ছিল প্রার্থী তালিকা ঘোষণার। নাম ঘোষণা হওয়া মাত্রই ভোট প্রচারে নেমে পড়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। রোজ হাঁটছেন প্রচার মিছিলে। ওখানকার মানুষের সঙ্গে মিশছেন, পায়ে তাল মিলিয়ে হাঁটছেন, মাটির মানুষ গুলির সঙ্গে খাওয়া-দাওয়া… কোন ত্রুটি রাখছেন না অভিনেত্রী।

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর এক সপ্তাহ কেটে গেছে। একুশের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে চলেছেন সায়নী ঘোষ। এবছর আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। তাই সিনেমার চারিত্রিক ভূমিকাকে ছেড়ে এখন প্রচার সভায় মজেছেন অভিনেত্রী সায়নী। গত বেশ কয়েকদিন ধরে আসানসোলে ভোট প্রচারের বিভিন্ন ছবি তার টুইটার এবং ইনস্টাগ্রামের উঠে আসছিল। আসানসোলের মানুষের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের টুইটারে ।

কোন ছবির ক্যাপশনে লিখছেন, “ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে”…

কোথাও আবার লিখছেন, “Chai aur #adda!!!”

কখনো আবার একগুচ্ছ প্রেমের ক্যাপশনে লিখছেন, “keep going, make sure that.”

প্রসঙ্গত, একুশে বিধানসভা নির্বাচন বাংলার ভূমিতে সর্ব অর্থেই অন্যান্যবারের থেকে আলাদা। এবারের নির্বাচনে প্রার্থী তালিকা উঠে এসেছে বিনোদন জগতের বহু তারকা। সায়নী ঘোষের পাশাপাশি তৃণমূলের প্রার্থী তালিকায় নাম তুলেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক রাজ চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ের মতো তারকার।

Comments are closed.