সাগরদিঘিতে নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। সাগরদিঘি ব্লক তৃণমূলের সভাপতি দেবাশিস ব্যানার্জিকেই উপনির্বাচনে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। টানা তিন বারের বিধায়ক, তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা মৃত্যুর পরে ওই আসনটি খালি ছিল। এবার সেই আসনেই লড়বেন ওই ব্লকের সভাপতি।
সাগরদিঘি বরাবরই তৃণমূলের শক্তঘাঁটি বলে পরিচিত। ২০১১ সালে রাজ্যের পালাবদলের পর মুর্শিদাবাদ জেলার একমাত্র সাগরদিঘি আসনটিতেই জয়ী হয়েছিল তৃণমূল। এবার সেই আসনই নিজেদের দখলে রাখতে স্থানীয় নেতৃত্বের ওপরেই ভরসা রাখছে তৃণমূল।
সাগরদিঘি আসনের জন্য একাধিক প্রার্থীর নাম নিয়ে জল্পনা ছিল। প্রথমে জানা গিয়েছিল, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিৎ মুখার্জি ওই আসন থেকে লড়তে পারেন। মাঝে প্রায়ত মন্ত্রীর ছেলে সুব্রত সাহার নাম নিয়েও একটা জল্পনা শুরু হয়েছিল। যদিও শেষমেশ ওই আসন থেকে দেবাশিসকেই প্রার্থী করেছে শাসক দল।
এদিকে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলো এখনও ওই আসনে প্রার্থী ঘোষণা করেনি। বিজেপির তরফে কাকে প্রার্থী করা হয়, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
Comments are closed.