তৃণমূলের নতুন যুব সভাপতি হলেন অভিনেতা সায়নী ঘোষ। একুশের নির্বাচনের মুখেই সায়নী তৃণমূলে যোগ দেন। আসানসোল দক্ষিণ থেকে ঘাসফুল শিবির তাঁকে প্রার্থী করে।
বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে ভোটে হারলেও জীবনে প্রথম ভোট ময়দানে নেমে নজর করেছেন সায়নী। প্রার্থী হিসেবে তাঁর নাম প্রকাশের পরেই প্রচারে ঝড় তোলেন অভিনেতা। আসানসোল দক্ষিণের অলিগলি পায়ে হেঁটে প্রচার করেন তিনি। ভোটে হারলেও নিজের কেন্দ্র থেকে মুখ ঘুরিয়ে নেননি অভিনেতা। ফল প্রকাশের পরেও একাধিকবার ছুটে গিয়েছেন সেখানে। নেট মাধ্যমেও দলের হয় সরব সায়নী।
প্রথমবার ভোট যুদ্ধে নামলেও সায়নী রাজনৈতিক সচেতন হিসেবে পরিচিত। প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেওয়ার আগেও একাধিক ইস্যু নিয়ে সোচ্চার থেকেছেন তিনি। ভোট ময়দানে তাই কোথাও তাঁকে নবাগত মনে হয়নি।
শনিবার তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল। সেই বৈঠক থেকেই সায়নী ঘোষকে যুব তৃণমূল সভাপতি করার সিদ্ধান্ত নেন দলের শীর্ষ নেতৃত্ব। সায়নীর মত এক নবাগত মুখকে দলের যুব সভাপতি করার সিদ্ধান্তকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
Comments are closed.