উত্তরপ্রদেশে ভোট প্রচার থেকে কলকাতায় ফেরা পর্যন্ত মমতা ব্যানার্জির সুরক্ষা নিয়ে কমিশনে নালিশ ‘সপা’র
উত্তরপ্রদেশে ভোট প্রচারে গিয়ে সঠিক নিরাপত্তা পাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল সমাজবাদী পার্টি। বারাণসীতে সমাজবাদী পার্টির আমন্ত্রণে অখিলেশ যাদবের সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা ব্যানার্জি।
কিন্তু গত বুধবার বারাণসীতে পা রাখতেই মমতা ব্যানার্জিকে ঘিরে চলে বিক্ষোভ। তাঁর কনভয় ঘিরে চলে বিক্ষোভ ও স্লোগান। দেখানো হয় কালো পতাকাও। মুখ্যমন্ত্রীকে ঘিরে অকথ্য ভাষায় গালিগালাজও চলে। নিজে গাড়ি থেকে নেমে দাঁড়ান মমতা ব্যানার্জি। এই ঘটনায় সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পত্রে তিনি জানিয়েছেন, জেড প্লাস নিরাপত্তা পান মমতা ব্যানার্জি। তাঁর সফরসূচী জানানো ছিল স্থানীয় প্রশাসনকে। কিন্তু তবুও দশাশ্বমেধ ঘাট যাওয়ার সময় লাহরিয়া এলাকায় তাঁর কনভয় আটকানো হয়েছে। স্থানীয় পুলিশ ব্যর্থ হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে।
অন্যদিকে শুক্রবার উত্তরপ্রদেশ থেকে ফেরার সময় বিকালে কলকাতা বিমানবন্দরে নামার আগে আচমকাই অনেকটাই নেমে যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান। আতঙ্কিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী সহ তাঁর সঙ্গে থাকা সফরসঙ্গীরা। যদিও বিমানচালক দক্ষতার পরিস্থিতি সামলে নেন। এই ঘটনায় মুখ্যমন্ত্রী রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা জানতে চেয়েছেন।
Comments are closed.