শেষে দেবলীনাকে কোলে তুলে নিলেন গৌরব। সম্প্রতি নিজের সঙ্গীতের এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী দেবলীনা। চলতি মাসের নয় তারিখই সাত পাকে বাঁধা পড়েছেন এই দুই টলি তারকা।
বিয়েতে বাদ যায়নি কোন আচার কানুনই। না না করে প্রায় সব রীতিই পালন করেছে এই নব দম্পতি। হিন্দুমতে বিয়ের দিন দেবলীনার পরনে ছিল লাল বেনারসী, এবং গৌরব পড়েছিল ধুতি পাঞ্জাবী। এমনকি গায়ে হলুদের ছবিতে উজ্জ্বল হলুদ শাড়ি আর জরির কাজ করা লাল রঙের ব্লাউজ, খোলা চুল, ছোট্ট টিপ, শাঁখা-পলায় বাঙালি লুকে ধরা দেন রঙ্গবতী কন্যা।
বিয়ের মধ্যেই সঙ্গীতের রাতে এবার দেবলীনাকে নিয়ে নাচলেন অভিনেতা গৌরব। সম্প্রতি সে ভিডিওতে অভিনেত্রী ক্যাপশানে লিখেছেন ‘এই রাত তোমার আমার’। নিয়ন রঙের লেহেঙ্গায় আর গৌরবের সাদা ডিজাইনার শেরওয়ানির এই ভিডিও ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়েছে। চলুন দেখে নি সেই ভিডিও…
View this post on Instagram
Comments are closed.