সিবিআই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। সেই নোটিসের ২৪ ঘন্টাও পার হয়নি। তার মধ্যেই আরও বিপাকে প্রাক্তন পর্ষদ সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। রাজ্য সরকার তাঁর নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বিধায়ক হিসেবে মানিক যে নিরপত্তা পেতেন এবার থেকে তিনি আর তা পাবেন না।
স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন। প্রাথমিকে শিক্ষক দুর্নীতি মামলায় তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার ডাকলেও তিনি মাত্র একবার হাজিরা দিয়েছেন। তাঁর ও পরিবারের সম্পত্তির হিসাবও চাওয়া হয়েছিল। তিনি সেই নির্দেশকেও গুরুত্ব দেননি বলে অভিযোগ। সেই সঙ্গে সিবিআই তলবও এড়িয়ে গিয়েছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে সাড়া না পেয়ে বৃহস্পতিবার রাতেই মানিকের নামে লুক আউট নোটিস জারি করে সিবিআই। আর তাঁর ২৪ ঘন্টার মধ্যেই তাঁর নিরপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
উল্লেখ্য, বর্তমানে মানিক ভট্টাচার্য পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠার পরই পর্ষদের সভাপতির পদ খোয়াতে হয় তাঁকে। মানিকের সঙ্গে সিবিআই-ইডি যোগাযোগ করতে না পারলেও বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেছেন। সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর যাদবপুরের বাড়িতেই রয়েছেন। সিবিআই মানিক ভট্টাচার্যের বাড়িতে হানা দেয় কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.