রাজ্যবাসীর জন্য সুখবর। দুয়ারে সরকার শিবিরের মেয়াদ আরও কয়েকদিন বাড়ছে। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। এদিনই শিবিরের শেষ দিন ছিল। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার চলবে।
এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির তরফে মেয়াদ বাড়ানোর বিজ্ঞপ্ত জারি করা হয়েছে। গত সেপ্টেম্বরে জানানো হয়েছিল, রাজ্য সরকারের দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান শিবির নভেম্বরের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত চলবে। সেই মতো বুধবারই ছিল শিবিরের শেষ দিন। তবে নতুন ঘোষণা অনুযায়ী সেই শেষ দিনের মেয়াদ বাড়ানো হয়েছে। দুয়ারে সরকার আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
উল্লেখ্য, কন্ন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর মতো রাজ্যের একগুচ্ছ পরিষেবা পেতে আবেদন করতে হয়। তবে সেই পরিষেবা যাতে সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে দেওয়া যায়, সে কারণেই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করে রাজ্য। যার মাধ্যমে পুর অফিস বা পঞ্চায়েত অফিসে না গিয়ে নিজের এলাকাতেই শিবিরগুলোতে গিয়ে নাম নথিভুক্ত করতে পারছেন রাজ্যবাসী। শুরুর দিন থেকেই দুয়ারে সরকার ব্যাপক সাড়া ফেলেছে। প্রত্যেকবারই শিবিরগুলোতে রেকর্ড সংখ্যক ভিড় হয়। এবারেও একই চিত্র দেখা গিয়েছে। ফলে সরকারি পরিষেবার আবেদনের জন্য যাতে আরও কিছুটা সময় পাওয়া যায়, সে কারণেই শিবিরের সময় বাড়ানো হচ্ছে বলে দাবি প্রশাসনিক কর্তাদের।
Comments are closed.