গ্রুপ-ডি নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশকে চ্যালেঞ্জ; ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য, SSC, পর্ষদ 

সম্ভবনা মতোই গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য, এসিসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার এই মামলায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন। যদিও রাজ্যের তরফে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে তদন্তের আর্জি জানানো হয়েছিল। 

হাইকোর্ট সূত্রে খবর, মঙ্গলবার এসএসসি, পর্ষদ এবং রাজ্যের তরফে বিচারপতি হরিশ টান্ডান ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। জানা গিয়েছে, ডিভিশন বেঞ্চের তরফে তিন পক্ষের আইনজীবীদের বলা হয়েছে মামলা দায়ের প্রক্রিয়া মঙ্গলবারের মধ্যে সম্পূর্ণ করতে। সেক্ষেত্রে বুধবার ডিভিশন বেঞ্চে নিয়োগ মামলার তদন্ত হওয়ার সম্ভবনা রয়েছে। 

উল্লেখ্য, এসএসসি গ্রুপ-ডি পদে কর্মরত ২৫ জনের নিয়োগ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর হয়েছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। এই মামলায় সোমবার হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন। যদিও রাজ্যের আইনজীবী হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে তদন্তের পক্ষে সওয়াল করেন। 

রাজ্যের আইনজীবীর ব্যাখ্যা, যেহেতু মামলাকারীর কেউ রাজ্য পুলিশের প্রতি কোনও রকম অনস্থা প্রকাশ করেনি, সেদিক থেকে হাইকোর্টের একজন অথবা ৩ জন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে এই মামলার তদন্ত করা হোক। যদিও রাজ্যের আবেদন খারিজ করে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। 

Comments are closed.