সাঁতরাগাছি সেতু মেরামতির ছাড়পত্র দিল রাজ্য। নবান্ন সূত্রে খবর, আগামী ১৯ নভেম্বরের থেকে সেতু মেরামতির কাজ শুরু হবে। জানা গিয়েছে, সেতু মেরামতির সময় বড় গাড়ি বা পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। বড় গাড়িগুলোকে ঘুরপথে আনা হবে। পাশপাশি অন্যান্য গাড়ি চলাচলেও নিয়ন্ত্রণ করা হবে। ফলে যান জটের আশঙ্কা থাকছেই।
ধারাবাহিকভাবে রাজ্যের একাধিক সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তাতে সাঁতরাগাছি সেতুর রিপোর্ট সন্তোষজনক ছিল না। যে কারণেই এটি মেরামতি করা নিয়ে আলোচনা শুরু হয়। সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ত দফতরের কর্তারা এবং পুলিশ প্রশাসন সেতু মেরামতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তাতেই ঠিক হয়, ১৯ নভেম্বর থেকে সেতু মেরামতির কাজ শুরু হবে। পূর্ত দফতরের দাবি, সব ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই মেরামতির কাজ সম্পূর্ন হবে।
মূলত সেতুর ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানো হবে বলে খবর। সেতুর একটি করে লেন বন্ধ রেখে ২০ টি করে মোট ৪০টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানো হবে বলে জানা গিয়েছে। যার জন্য খরচ হবে প্রায় ৯০ লক্ষ টাকা। উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালে কোন এক্সপ্রেসওয়ের দিকে ওই সেতুর ২১ টি ‘এক্সপ্যানশন জয়েন্ট’ বদলানো হয়েছিল। তবে সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট নেতাবেচিক মেলায় এই মুহূর্তে প্রশাসনকে সেতুর মেরামতি করতেই হচ্ছে।
Comments are closed.