বড়দিনের আগেই সাঁতরাগাছি ব্রিজ সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। আগেই এমনটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতোই নির্ধারিত সময়ের আগেই খুলে যাচ্ছে সেতু। পূর্ত দফতরের তরফে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুক্রবারই সাঁতরাগাছি ব্রিজ খুলে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে বড়দিনে আর যানজট ভোগান্তির মুখে পড়তে হবে না যাত্রীদের।
আগে জানানো হয়েছিল, ৩১ ডিসেম্বর ব্রিজ সম্পূর্ণভাবে চালু করা হবে। কিন্তু মাঝে বড়দিন পড়ছে। বহু মানুষ সপ্তাহান্তে ছুটি এবং বড়দিন মিলিয়ে কাছেপিঠে বেড়াতে যাবেন। রাস্তায় গাড়ির সংখ্যাও বেশি থাকবে। সেক্ষেত্রে ব্রিজ বন্ধ থাকলে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হবে। এসব দিক বিবেচনা করেই মুখ্যমন্ত্রী PWD এবং পূর্ত দফতরের সঙ্গে বৈঠকে বসেন। এরপর দ্রুত ব্রিজের কাজ শেষ করতে উদ্যোগ নিয়ে দায়ত্বপ্রাপ্ত সংস্থা। PWD-এর তরফে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, তাদের যা কাজ ছিল তা শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে শুধু এক্কেবারে শেষ পর্যায়ের সামান্য কিছু কাজ আছে। যা এই দু একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে।
উল্লেখ্য, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পর রিপোর্ট সন্তোষজনক ছিল না। এরপর ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো গত ১৯ নভেম্বর ব্রিজের এক দিন বন্ধ করে কাজ শুরু হয়। ব্রিজের একটি লেন বন্ধ রাখা হয়। পাশাপাশি যান চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। এর জেরে গত কয়েদিন চরম দুর্ভোগের মুখে পড়তে হয় ওই রুটের যাত্রীদের। যদিও পূর্ত দফতরের তরফে জানানো হয়েছে, আগামী অন্তত ১০ বছর ব্রিজ নিয়ে আর কোনও সমস্যা হবে না।
Comments are closed.