রাজ্য রাজনীতিতে নাটকীয় ঘটনা। আচমকাই নবান্নে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী ব্যানার্জি। বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ নবান্নের ভিআইপি গেটে সাদা গাড়ি থেকে দু’জনকে নামতে দেখা যায়। গাড়ি থেকে নেমে তাঁরা সোজা চলে যান নবান্নের ১৪ তলায়। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসেন। আর এখান থেকেই জল্পনা ছড়িয়েছে, তবে কি ফের তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলে ঘরে ফিরতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র!
সূত্র মারফত জানা গিয়েছে, মমতা ব্যানার্জির সঙ্গেই সাক্ষাৎ করতে তাঁরা নবান্নে এসেছেন। যদিও এ নিয়ে তৃণমূল বা শোভন চ্যাটার্জির তরফে কিছু বলা হয়নি। তবে সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই তৃণমূলে ফিরে নতুন ইনিংস শুরু করতে চলেছেন শোভন চ্যাটার্জি।
এক সময়ের মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠদের মধ্যে একজন ছিলেন শোভন চ্যাটার্জি। তৃণমূল নেত্রীর দীর্ঘ দিনের সঙ্গী তিনি। কিন্তু কয়েকবছর আগে তাঁর ব্যক্তিগত জীবন ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। শোভন চ্যাটার্জি, রত্না চ্যাটার্জি এবং বৈশাখী ব্যানার্জির সম্পর্কের টানা পড়েন সংবাদের শিরনাম উঠে আসে। এই অবস্থায় ২০১৮ সালে কলকাতার মেয়র পদ ছাড়েন শোভন চ্যাটার্জি। সেই সঙ্গে ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এই পরিস্থিতি শোভনের স্ত্রী রত্না চাটার্জিকে তাঁর পুরোনো কেন্দ্র থেকেই প্রার্থী করে তৃণমূল।
বিজেপিতে যোগ দিলেও শুরু থেকেই নানা কারণে পদ্মশিবিরের সঙ্গে তাঁর বনিবনা হয়নি। একুশের পর বিজেপি ছাড়েন তিনি। আর বুধবার তৃণমূল নেত্রীর সঙ্গে বৈঠক ঘিরেই জল্পনা শুরু হয়েছে। মুকুল রায়, অর্জুন সিংহেদের পথে হেঁটে ফের কি একবার ঘাসফুল শিবিরে আসছেন শোভন চ্যাটার্জি?
Comments are closed.