হার-জিতের নেই পরোয়া! লাল মাটিতে ফিরলেন পাশের বাড়ির মেয়ে, খুদেদের সঙ্গে হুল্লোরের ছবি ট্যুইটারে
কথা মতো কাজ! এবার সেই ছবিই ধরা পরল সায়নী ঘোষের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে
হার জিতটা তাঁর কাছে বড় কথা নয়। মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান, ভালবাসতে চান সায়নী। তাই প্রথম দিন থেকে আসানসোলের পাশে থেকে, তাঁদের হয়ে কাজ করে যাচ্ছেন পরাজিত তৃণমূল প্রার্থী। ভোটের ময়দানে হার হলেও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন প্রথম দিন থেকে।
কথা মতো কাজ! এবার সেই ছবিই ধরা পরল সায়নী ঘোষের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে।
এক-রাশ খুদে সদস্যকে নিয়ে হই হুল্লোর করতে দেখা গেল তাঁকে। ২০ মে আসানসোল দক্ষিণের কালীপাহাড়ি অঞ্চলের কোড়াপাড়া, কাকরডাঙ্গা এলাকায় শারীরিক দূরত্ব বজায় রেখে শিশুদের খাদ্য সামগ্রী, মাস্ক, সাবান এবং ছাতা বিতরণ করেন।
সেদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে ছোট বাচ্চাদের নিয়ে বেশ কিছু ছবি শেয়ার করেন সায়নী। সেখানে দেখা যাচ্ছে সায়নী ঘোষ তাঁর খুদে বন্ধুদের ছাতা দিচ্ছেন এবং মাস্ক পরিয়ে দিচ্ছেন।
আজ আসানসোল দক্ষিণের কালীপাহাড়ি অঞ্চলের কোড়াপাড়া, কাকরডাঙ্গা এলাকায় আমার খুদে বন্ধুদের কিছু খাদ্য সামগ্রী, মাস্ক, সাবান এবং কিছু বাচ্চাদের ছাতা দেওয়া হলো। 💚 pic.twitter.com/GzvF5wPMHd
— Saayoni Ghosh (@sayani06) May 20, 2021
এক দিন পর অর্থাৎ শুক্রবার আরও একটি ভিডিও শেয়ার করেন ট্যুইটারে। সেখানেও এক দৃশ্য। ক্যাপশনে লেখেন, প্রতিটি শিশুর মুখমুখি হওয়া যেন স্বর্গীয় সাক্ষাৎকার।
“Every child you encounter is a divine appointment.”
Dhenua, Majhipara#AsansolDakshin💚 pic.twitter.com/S1teE9WUUM
— Saayoni Ghosh (@sayani06) May 21, 2021
আসানসোল দক্ষিণের ধেনুয়া ও মাঝিপাড়ায় বাচ্চাদের কিছু খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করেন তিনি।
রাজনীতির জগতে পা রাখা ২১ এর বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী হিসেবে। হেরে গেলেও মন থেকে মুছতে পারেননি আসানসোলের ভালোবাসা। সেই ভালোবাসার টানে, করোনা মোকাবিলায় আসানসোল দক্ষিণের মানুষের পাশে দাড়ালেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
Comments are closed.