১০ হাজার টাকার বেশি তুলবেন? জানুন SBI-এর ATM থেকে টাকা তোলার নতুন নিয়ম 

প্রযুক্তির উন্নতির সাথে সাথে তাল মিলিয়ে বাড়ছে দুর্নীতিও। বর্তমানে সাইবার অপরাধের শিকার অসংখ্য মানুষ। সাইবার ক্রাইমের বেশির ভাগটাই ব্যাঙ্ক সংক্রান্ত। কোনও অজানা লিঙ্কে ক্লিক করলে অথবা এটিএম থেকে টাকা তুলতে গিয়ে সাইবার অপরাধীদের খপ্পরে পড়ে মুহূর্তে সর্বস্ব হারিয়ে ফেলতে হচ্ছে। অনেক সময় নানান ছল চাতুরি করেও দুষ্কৃতীরা আপনার এটিএম কার্ড হাতিয়ে নিয়ে মুহূর্তে ব্যাঙ্ক একাউন্ট ফাঁকা করে দিচ্ছে। এবার থেকে এটিএম ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে নতুন পদক্ষেপ নিল এসবিআই। 

এবার থেকে SBI-তে অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্কের ATM থেকে টাকা তুলতে দিতে হবে OTP. মোটা অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকের অবশ্যই OTP দিতে হবে। ব্যাঙ্কের রেজিস্টার্ড ফোন নাম্বারে একটু ওটিপি আসবে। এটিএন মেশিনে সেই ওটিপি দিতে হবে। তবেই টাকা তোলা যাবে। যদিও ছোট অঙ্কের টাকার ক্ষেত্রে এই ওটিপির প্রয়োজন নেই। ১০ হাজার বা তার বেশি টাকা তুলতে চাইলেই বাধ্যতামূলক ভাবে ওটিপি দিতে হবে। 

কীভাবে ওটিপি ব্যবহার করবেন? এটিএম টাকা তোলার সময় ব্যাঙ্কে দেওয়া রেজিস্টার্ড ফোন নাম্বারের মোবাইলটি সঙ্গে রাখতে হবে। প্রথমে ডেবিট কার্ড এটিমি ঢোকানোর পর পাসওয়ার্ড দেবেন। এরপর টাকার অঙ্ক জানতে চাইলে, তা যদি ১০ হাজার টাকার ওপরে হয়, তবে আপনার ফোনে একটি চার অঙ্কের ওটিপি আসবে। ওই ওটিপি এটিএম-এ দেওয়ার পরেই টাকা বেরোবে। 

Comments are closed.