দেশজুড়ে এটিএমে টাকার আকাল

এটিএমে নেই টাকা। মঙ্গলবার গোটা দেশের একাধিক রাজ্যের সরকারি-বেসরকারি এটিএম থেকে টাকা না পাওয়ার খবর মিলেছে। ভুক্তভোগীদের অভিযোগ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মেলেনি টাকা। এটিএমে ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘নো ক্যাশ ’ লেখা বোর্ড। টাকা না মেলার খবর মিলেছে রাজস্থান, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্য থেকে।

ভোপালের কোনও কোনও এটিএমে গত ১৫ দিন ধরেই টাকা মিলছে না বলে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে। বিহারেও গত তিন দিন ধরে এটিএমে টাকার জোগান কম বলে খবর। এই ঘটনায় ট্যুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল সময়কার প্রসঙ্গ তুলে দেশে আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে কিনা জানতে চেয়েছেন তিনি। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Leave A Reply

Your email address will not be published.