কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে, তা নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশপাশি ক্ষতিপূরণের পরিমাণ কত হবে তা খতিয়ে দেখার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মৃতদের পরিবারকে কত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে তা ঠিক করার জন্য আগামী ৬ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
উল্লেখ্য, একাধিক আবেদনকারী বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী করোনায় মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। এরপর কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এই বিষয়ে জবাব চেয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, করোনায় প্ৰতিটি মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।
কিন্তু এদিনের রায়ে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল কোভিডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতেই হবে। আর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বলে দেওয়া হল এমন একটা ব্যবস্থা করা হোক যাতে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া যায়। পাশাপাশি কোভিডের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ ও তারিখ উল্লেখ করার কথা জানিয়েছে শীর্ষ আদালত।
Comments are closed.