এক টিকা কিন্তু ৩ ভিন্ন দাম! এবার ভারতের টিকার দাম নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। জাতীয় বিপর্যয় চলাকালীন টিকার দাম আলাদা আলাদা হওয়ার যুক্তি কী? প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার করোনা নিয়ে একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানায়, মানুষের জীবন বাঁচানোই আদালতের অগ্রাধিকার। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, মে মাস থেকে ১৮ বছরের বেশি সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এতে রাতারাতি টিকার চাহিদা বহুগুণ বাড়বে। সেই চাহিদা কী ভাবে মেটানো হবে? করোনা মোকাবিলার টিকাই কি একমাত্র উপায়? কেন্দ্রের কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত।
দেশে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এই সময় কোনও রাজনৈতিক লড়াই নয়। মানুষের জীবন বাঁচানোই একমাত্র লক্ষ্য। আদলত যখন চাইবে হস্তক্ষেপ করবে। কেন্দ্র ও রাজ্যগুলি এই বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি শুক্রবার। করোনার দুটি ওষুধ রেমডেসিভির এবং ফাভিপিরাভির রোগীরা পাবে কি না সে বিষয়ে জানাতে বলা হয়েছে হলফনামায়।
Comments are closed.