পূর্ব ঘোষণা মোতাবেকই আজ শনিবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকছে। মেট্রো সূত্রে খবর, এই রুটে ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের কাজ চলবে, যার জন্যই এদিন মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গত শনিবারও পরিষেবা বন্ধ ছিল।
তথ্য প্রযুক্তি সংস্থার সিংহভাগ অফিসই সেক্টর ফাইভে। অসংখ্য অফিসযাত্রী নিত্যদিন এই রুটে যাতায়াত করে। যে কারণে মেট্রো পরিষেবা বন্ধ থাকলে যাত্রীদের অসুবিধায় পড়তে হবে। তবে শনিবার দিন বেশিরভাগ অফিস বন্ধ থাকার কারণে মেট্রোর কাজের জন্য এই দিনটিকে ঠিক করা হয়েছে।
মেট্রো সূত্রে খবর, ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের আওতায় হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার প্রযুক্তির মাধ্যমে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। সিসিটিভি, ব্যাগেজ স্ক্রিনিং, সহ যাত্রী নিরাপত্তা বিষয়ক একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে।
শিয়ালদা-সল্টলেক রুটের পাশাপাশি ইন্টিগ্রেটেড সেফটি টেস্টিংয়ের কাজ হবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোর নির্মীয়মান অংশেও। তবে সেক্টর ফাইভ রুটে মেট্রো বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছে।
Comments are closed.