ভুয়ো বিধায়ক ঘটনার জের, বিধানসভার নিরাপত্তা আরও বাড়ানো হল। বিধানসভায় প্রবেশের গেটগুলোতে যেমন নিরাপত্তা রক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিধানসভার অন্দরেও সাদা পোশাকের পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।
বিধানসভা সূত্রে খবর, শুক্রবার থেকেই পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। পাশাপাশি বিধানসভায় যাঁরা আসছেন প্রত্যেকের পরিচয় পত্র খুঁটিয়ে দেখা হচ্ছে। সে সঙ্গে প্রবেশের মুখে কর্মীদের ব্যাগ পত্তরও সার্চ করা হচ্ছে। এদিকে বিধায়কদের জন্যও নতুন নির্দেশ জারি করা হয়েছে। প্রত্যেক বিধায়কের গাড়িতে এমএলএ স্টিকার, বিধায়কের পরিচয়পত্র সঙ্গে রাখার কথা বলা হয়েছে। সেই সঙ্গে বিধানসভায় প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ১৫ ফেব্রুয়ারি, রাজ্য বাজেট পেসের দিন। প্রায় আধঘন্টা মতো হয়েছে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করেছেন। বিধনাসভার অধিবেশন কক্ষে তখন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সব হেভিওয়েট নেতা মন্ত্রী, আধিকারিকরা উপস্থিত। ঠিক ওই সময়ে বিধানসভার পোর্টিকোরর সামনে এক আগুন্তুককে ঘুরে বেড়াতে দেখেন নিরাপত্তাকর্মীরা। পরিচয় জিজ্ঞেস করে নিজেকে বিধায়ক বলে পরিচয় দেন। সন্দেহ হওয়ায় ওই ব্যক্তির পরিচয়পত্র দেখতে চান পুলিশকর্মীরা। এরপর হেয়ারস্ট্রীট থানার পুলিশ গজানন শর্মা নামে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে গ্রেফতার করে। আর এই ঘটনার জেরেই নিরাপত্তা বাড়ানো হল বিধানসভার।
Comments are closed.