এবার বিধানসভায় ‘ভুয়ো বিধায়ক’; নিজেকে ‘MLA’ বললেও কোন দলের জানেন না  

এতদিন ভুয়ো আইএএস, ভুয়ো ডাক্তার, ভুয়ো সিবিআই অফিসারের খবরের সরগরম থেকেছে রাজ্য। এবার পুলিশের হাতে ধরা পড়ল ‘ভুয়ো বিধায়ক’। তাও আবার একেবারে বিধানসভায়। বুধবার বাজেট পেশের দিন এক্কেবারে বিধানসভা চত্বরে হেয়ার স্ট্রিট থানার পুলিশ ‘ভুয়ো বিধায়ককে’ গ্রেফতার করেছেন। নিরাপত্তার এতগুলো স্তর পেরিয়ে ওই ব্যক্তি বিধানসভার ভেতরে কি করে ঢুকে পড়লেন,তা নিয়ে তাজ্জব বনে গিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। 

জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম গজানন শর্মা। পুলিশ সূত্রে খবর, অধিবেশন কক্ষে ঢোকার ঠিক আগে ওই অপিরিচি ব্যক্তিকে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। নাম, পরিচয় জানতে চাওয়া হলে, ধৃত ব্যক্তিটি বলেন তিনি বিধায়ক। মুখ অচেনা হওয়ায় ওনার উত্তরেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীদের। এরপর কোন দলের জিজ্ঞাস করায় উত্তর দিতে না পারায় তাঁকে আটক করে নিরাপত্তারক্ষীরা। হেয়ার স্ট্রিট থানার হাতে তুলে দেওয়া হয় ধৃত ব্যক্তিকে।

বাজেট পেশের মতো গুরুত্বপূর্ণ দিন। বিধানসভার কক্ষে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সচিব, বিধায়করা উপস্থিত রয়েছেন। তার মধ্যেই এরকম এক অপরিচিত ব্যক্তি ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী করে বিধানসভার অন্দরে প্রবেশ করলেন, ধৃত ব্যক্তিকে আটক করে জানতে চাইছে পুলিশ। 

 

Comments are closed.