ঐতিহাসিক নির্দেশ দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কেন্দ্রের পুনর্বিবেচনা না করা পর্যন্ত ব্রিটিশ আমলে তৈরি রারাষ্ট্রদ্রোহ আইন স্থগিত থাকবে। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই আইনের ধারায় নতুন করে আর কাউকে গ্রেফতার করা যাবে না। এই আইনের ধারায় যে সমস্ত মামলা চলছে তা স্থগিত হয়ে যাবে। সেই সঙ্গে ইতিমধ্যেই রাষ্ট্রদ্রোহ আইনে যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁর জামিনের আবেদন করবেন।
সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বিরোধীদের দীর্ঘ দিনের অভিযোগ, বিভিন্ন সময় কেন্দ্রের কট্টর সমালোচকদের বিরুদ্ধে অনৈতিক ভাবে এই আইন প্রয়োগ করেছে মোদী সরকার। অনেকগুলি মামলাও হয়েছে দেশের বিভিন্ন আদালতে। মঙ্গলবার প্রধান বিচারপতি এন ভি রমনার ডিভিশন বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চায়, যতদিন এই আইনের সংশোধন নিয়ে আলোচনা চলছে ততদিন কি রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখা যায়? রাজ্যগুলিকে এই আইন প্রয়োগে কি না বলতে পারে কেন্দ্র? উত্তরে কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়, তারা রাজ্যগুলিকে বলতে পারে, পুলিশ সুপার বা তার উঁচু পদাধিকারীরা এই আইনে মামলা করতে পারে।
বুধবার সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, যতদিন না পর্যন্ত এই আইনের পুনর্বিবেচনা শেষ হচ্ছে ততদিন রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত থাকবে। সেই সঙ্গে কেন্দ্র বা রাজ্য এই আইনের বলে কাউকে গ্রেফতার করতে পারবে না। এর পরেও যদি সরকারের তরফে এধরণের কোনও পদক্ষেপ করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি আদালতের দ্বারস্থ হতে পারবেন।
Comments are closed.