শেয়ার মার্কেটে বিপুল ধস, সেনসেক্স পড়ল ৭৭০ পয়েন্ট, ডলারের তুলনায় টাকার দামেও বেনজির পতন

একদিনে রেকর্ড পতন শেয়ার মার্কেটে, সেই সঙ্গে ডলারের তুলনায় পড়ল টাকার দাম। মঙ্গলবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি প্রায় ৫০ পয়েন্ট নেমে গিয়েছে। অন্যদিকে, ডলার প্রতি টাকার দাম এসে ঠেকেছে ৭২ টাকায়।
গত ৮ ই জুলাইয়ের পর মঙ্গলবার একদিনে সর্বোচ্চ পতন হল সেনসেক্স ও নিফটিতে। মঙ্গলবার দিনের শেষে প্রায় ৭৭০ পয়েন্ট কমে ৩৬৫৬২.৯১ তে এসে দাঁড়ায় সেনসেক্স। শুধু সেনসেক্সই নয়, নিফটির অঙ্কও ১০৮০০ এর নীচে নেমে গিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিফটি এসে দাঁড়িয়েছে ১০৭৯৭.৯ পয়েন্টে।
নিফটির নিম্নমুখী হওয়ায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে আলট্রাটেক সিমেন্ট। আলট্রাটেকের শেয়ার ৩.৭ শতাংশ কমে ৩,৯০২ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, ইন্ডিয়ান অয়েল, টাটা মোটরস, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি, টাটা স্টিল, টাইটান, ভারত পেট্রোলিয়াম, আইসর মোটরস, ওএনজিসি এবং মাহিন্দ্রা ও মাহিন্দ্রাও লোকসানের মুখ দেখেছে। সব মিলিয়ে মঙ্গলবার দিনভর ভারতীয় শেয়ার বাজারের অবস্থা নেতিবাচক।
নয়া বিদেশ বিনিয়োগ নীতি, গাড়ি শিল্পের ভয়াবহ পতনের কারণেই বাজারে এই অস্থিরতা বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। আশঙ্কা করা হচ্ছে আরও তলানিতে যেতে পারে সেনসেক্স সূচক। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মার্কিন-চিন বাণিজ্য সংঘাতের পাশাপাশি দেশের দুর্বল অর্থনৈতিক বৃদ্ধিও শেয়ার বাজারে প্রভাব ফেলেছে।
শুক্রবারই প্রকাশিত হয়েছিল, গত ৬ বছরের মধ্যে তলানিতে ঠেকেছে দেশের আর্থিক বৃদ্ধির হার। আর ওই দিনই দেশের ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে সংযুক্ত করে ৪ টি করার কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের আর্থিক বৃদ্ধির হার ৫.৮ শতাংশে নামার পর মঙ্গলবারই শেয়ার বাজারে বড় পতন দেখল দেশ।
শেয়ার মার্কেটে বেনজির পতনের পাশাপাশি টাকার দামেও পতন হয়েছে এদিন।

Comments are closed.