রাজ্য বিজেপিকে “বিদায়’’ জানিয়ে সাতসকালে ট্যুইট তথাগত রায়ের, গেরুয়া শিবিরে ফের ভাঙন নিয়ে তুঙ্গে জল্পনা
ফের ট্যুইটে বোমা ফাটালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। শনিবার সকালে বেশ কয়েকটি ট্যুইট করেন তিনি। যার মধ্যে তাঁর একটি ট্যুইট নিয়ে কার্যত তোলপাড় রাজ্য বিজেপির অন্দরমহল। ট্যুইটের শেষ লাইনে বর্ষীয়ান এই রাজনীতিক লিখেছেন, “ আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি”। আর তাঁর এই ট্যুইটের জেরেই জোর জল্পনা শুরু হয়েছে। এবার কী বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন তিনি?
নির্বাচনের ফলাফলের পর থেকেই বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন। নির্বাচনের টিকিট বন্টনে নারী ও টাকার ব্যবহার হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি। এদিনের ট্যুইটেও তিনি লেখেন, “কারুর কাছে বাহবা পাবার জন্য আমি ট্যুইটগুলো করছিলাম না। দলের কিছু লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্পর্কে দলকে সজাগ করার জন্য করেছিলাম। এবং ওই ট্যুইটের শেষ অংশেই রাজ্য বিজেপিকে বিদায় জানিয়েছেন তিনি।
কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য
আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।
আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !— Tathagata Roy (@tathagata2) November 20, 2021
তাহলে কি রাজ্য বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করছেন বিক্ষুব্ধ এই নেতা? এই প্রশ্নের উত্তরে খোলসা করে কিছু বলেননি তথাগত। জল্পনা জিইয়ে রেখে বর্ষীয়ান নেতা বলেন, এখনই এ নিয়ে আর কিছু বলবেন না তিনি। আপতিত রাজ্য বিজেপিকে বিদায় জানাচ্ছেন।
Comments are closed.