অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হয়েছে অনেকের। অনেক পুণ্যার্থী নিখোঁজ। এরমধ্যে আটকে রয়েছেন বাংলার বেশ কয়েক জন বাসিন্দা। কলকাতার মানিকতলার বাসিন্দা দিব্যেন্দু রায় ও লেকটাউনে বাসিন্দা বিপুল ঘোষ আটকে রয়েছেন। এছাড়াও ধূপগুড়ির ৬ যুবক আটকা পড়েছেন।
৩ দিন আগে বন্ধুদের নিয়ে অমরনাথে গিয়েছিলেন দিব্যেন্দু রায়। বৃহস্পতিবার দুর্যোগের খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা দিব্যেন্দুর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। শুক্রবার তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলে, তিনি জানান, তাঁকে উদ্ধার করে বেস ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
লেকটাউনের বাসিন্দা বিপুল ঘোষ মঙ্গলবার বন্ধুদের সঙ্গে অমরনাথ যাত্রায় গিয়েছিলেন।এখন পহেলগাঁও বেস ক্যাম্পে রয়েছেন সে। অন্যদিকে ধূপগুড়ির ৬ যুবক সোমবার ট্রেনে করে অমরনাথের উদ্দেশ্যে রওনা দেন। পুজো দেওয়ার জন্য হাঁটা শুরু করেন হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টি নামলে ৬ জনই দলছুট হয়ে যান। প্রথমে ৪ জনের খোঁজ মিললেও ২ জনকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে অবশ্য সকলেরই খোঁজ পাওয়া গিয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসন তাঁদের সঙ্গে যোগাযোগ করে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে।
বৃহস্পতিবার অমরনাথ গুহার কাছে মেঘ ভাঙা বৃষ্টিতে অমরনাথে মারা যান অনেকে। মুহূর্তের মধ্যে ভেসে যায় পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ওপর থেকে বড় বড় পাথর ধসে পড়ে। সেনাবাহিনী ও আই টি বিপি জওয়ান ও এন ডি আর এফ উদ্ধারকাজ চালাচ্ছে।
Comments are closed.