সেনা কপ্টার দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে আছেন বাংলার বাসিন্দা

সেনা কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন দেশের সেনা সর্বাধিনায়ক সস্ত্রীক বিপিন রাওয়াত। প্রয়াত হয়েছেন কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জন। এই তালিকায় আছেন বাংলার একজন। দার্জিলিঙের বাসিন্দা হাবিলদার সৎপাল রাই। তিনি বিপিন রাওয়াতের ব্যক্তিগত নিরাপত্তরক্ষী ছিলেন। এই খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে পাহাড়ে।

জানা গিয়েছে, দার্জিলিঙের তাগদা এলাকার বাসিন্দা ৪১ বছরের সৎপাল। বাড়িতে স্ত্রী, ছেলে ও বাবা মা আছেন সৎপালের। তাঁর ছেলে বৈকাল রাইও সেনাবাহিনীতে কাজ করেন। বৈকাল জানিয়েছেন, বুধবার কপ্টারে ওঠার আগে সকালে বাবার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছিল। কাজের জন্য দিল্লিতেই থাকতেন তিনি। দীপাবলীতে শেষবারের জন্য দার্জিলিংয়ে এসেছিলেন সৎপাল। মৃত্যুতে টুইট করে শোকজ্ঞাপন করেছেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা।

তামিলনাডুর সুলুর থেকে ওয়েলিংটনে যাওয়ার পথে কুন্নুরে নীলগিরি পাহাড় লাগোয়া চা বাগানে ভেঙে পড়ে সেনা কপ্টার। কপ্টারে ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১৪ জন। এই দুর্ঘটনায় জীবিত রয়েছেন একমাত্র সেনাবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তামিলনাড়ুর ওয়েলিংটন হাসপাতালেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি। শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত সেনাবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ওয়েলিংটন হাসপাতালের চিকিৎসকরা।

Comments are closed.