মমতার সুস্থতা কামনায় একজোট দেশ, সাড়া নেই মোদী শাহের
বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে বিঁধেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব
নন্দীগ্রামে ভোটের প্রচারে গিয়ে মমতার আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনীতিক সহ ট্যুইট তাবড় সাংবাদিকদের।
বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মমতার আহত হওয়ার ঘটনায় বিজেপিকে বিঁধেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
I unequivocally condemn the cowardly & despicable attack on @MamataOfficial ji by goons.
PS-WB police is now controlled by EC which is directed by BJP.
Nation knows tht ppl who hv no belief in democracy can stoop to any level to vent their frustration of fighting a lost battle.
— Tejashwi Yadav (@yadavtejashwi) March 10, 2021
তিনি বলেন মমতার উপর এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সঙ্গে বলেন রাজ্যের পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচন কমিশনকে পরিচালনা করে বিজেপি। তেজস্বীর পাশাপাশি অখিলেশ যাদবও মমতার সুস্থতা প্রার্থনা করে ট্যুইটে করেছেন।
प. बंगाल की मुख्यमंत्री सुश्री @MamataOfficial के चोटिल होने की सूचना चिंताजनक है। उनके शीघ्र स्वास्थ्य लाभ की कामना!
इस संदर्भ में तत्काल एक उच्च स्तरीय समिति बनाकर जाँच होनी चाहिए, जिससे सच सामने आ सके।
— Akhilesh Yadav (@yadavakhilesh) March 10, 2021
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মমতার সুস্থতা চেয়ে ট্যুইট করেছেন।
I strongly condemn the attack on Mamta Didi. Those responsible shud be immediately arrested and punished. I pray for her speedy recovery
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 10, 2021
রাজনীতিকদের পাশাপাশি সাংবাদিক রাজদীপ সারদেশাই, আইনজীবী প্রশান্ত ভূষণও ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেন।
EC seeks report on ‘attack’ on @MamataOfficial ; security forces in Bengal are now under direct supervision of the EC. Ball now in EC court to inquire.Bengal needs an election free of fear and violence. Forget bruising/polarised politics, let’s all wish Didi a speedy recovery.🙏
— Rajdeep Sardesai (@sardesairajdeep) March 10, 2021
প্রশান্ত ট্যুইটে লেখেন বিজেপি মমতার অভিযোগকে নাটক বলছে। দেখা যাক পশ্চিবঙ্গের ভোটাররা কী মনে করছেন।
Mamta Bannerjee said she was assaulted yesterday. This is what happened to her. BJP calls it a Nautanki. Let's see what the Voters of WB think. pic.twitter.com/MuzX8HExmr
— Prashant Bhushan (@pbhushan1) March 11, 2021
সাংবাদিক বারখা দত্ত তৃণমূল নেত্রীর দ্রুত আরোগ্য প্রার্থনা করে ট্যুইট করেন।
Wishing @MamataOfficial a speedy recovery pic.twitter.com/DHHZk3eEIy
— barkha dutt (@BDUTT) March 11, 2021
বুধবারের সন্ধ্যার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মমতার সুস্থতা কামনা করে তিনি উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন।
Concerned & disturbed to know about the foot injury & hospitalisation of @MamataOfficial Didi during her election campaign in Nandigram. A high level investigation should be conducted to identify those behind this incident & punished. I wish her a speedy and healthy recovery .
— Hemant Soren (@HemantSorenJMM) March 10, 2021
সিপিআইএমএলের নেতা দীপঙ্কর ভট্টাচার্য এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ট্যুইট করেছেন। তিনি লেখেন, নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পরেই এই ধরনের ঘটনা দুৰ্ভাগ্যজনক।
The injury to @MamataOfficial soon after her filing of nomination from #Nandigram is a disturbing signal. Wish her quick recovery. @ECISVEEP must guarantee peaceful, free and fair elections to the #WestBengal Assembly.
— Dipankar (@Dipankar_cpiml) March 11, 2021
মমতার আহত হওয়ার খবরে তিনি বিচলিত, বলে ট্যুইটে জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী।
Concerned to know about the hospitalization of West Bengal Chief Minister @MamataOfficial. Wishing her speedy recovery and praying for good health.
— Naveen Patnaik (@Naveen_Odisha) March 11, 2021
Comments are closed.