ব্যান্ডেল শাখায় নিত্য যাত্রীদের ভোগান্তি থাকছেই। ইন্টারলকিং সিস্টেমের কাজ এখনও কিছুটা বাকি রয়েছে। যার ফলে আগামী ১ মাস ব্যান্ডেল শাখায় ১০ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেল ৩ টি EMU লোকাল ট্রেন, ব্যান্ডেল থেকে কাটোয়া ৪ টি, কাটোয়া, বর্ধমান ও মেমরি থেকে ১ টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ৩ জুলাই পর্যন্ত ট্রেনগুলো বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।
উল্লেখ্য, আধুনিক মানের ইলেক্ট্রিক্যাল ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য গত ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩ টে পর্যন্ত ব্যান্ডেল স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়। ট্রেন চলাচল বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। এই পরিস্থিতিতে ৩০ মে সকালেই ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু এদিনের বিজ্ঞপ্তির জেরে ফের চিন্তায় নিত্যযাত্রীরা। যদিও রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের অসুবিধের কথা মাথায় রেখে হাওড়া থেকে চুঁচুড়া পর্যন্ত কিছু স্পেশাল ট্রেন চালানো হবে।
Comments are closed.