হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইনের যাত্রীদের জন্য খারাপ খবর। মহালয়া পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করেছে রেল। এদিকে পুজো সামনে থাকায় অনেকেই কেনাকাটার জন্য মফঃস্বল থেকে কলকাতায় আসছেন রোজ। যার ফলে বাড়তি ভিড় বাড়ছে। সব মিলিয়ে মহালয়া পর্যন্ত চূড়ান্ত ভোগান্তির শিকার হতে চলেছেন সংশ্লিষ্ট রুটের নিত্য যাত্রীরা।
রেলের তরফে জানা গিয়েছে, আজ অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া মেন ও কর্ড শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে। একাধিক ট্রেনের রুটেও কাটছাঁট করা হয়েছে। সূত্রের খবর, রসুলপুর আর শক্তিগড়ের মাঝে থার্ড লাইন তৈরির কাজ চলছে। যে কারণেই রেলের এই পদক্ষেপ।
পূর্ব রেলের তরফে মেন ও কর্ড লাইনের যে ট্রেনগুলোকে বাতিল করা হয়েছে সেগুলি হল, বর্ধমান মেন লাইনে বাতিল থাকবে, ৩৭৮৩৪, ৩৭৮৩৬,৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২, ৩৭৮৪৪ ও ৩৭৮৪৬। এবং কর্ড লাইনে বাতিল থাকবে, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২, ৩৬৮৪৪। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মেন ও কর্ড লাইনের যাত্রীদের ভালো করে ঘোষণা শোনার পর ট্রেনে ওঠার পরামর্শ দিয়েছে পূর্ব রেল।
Comments are closed.