সুশান্তের মৃতুর পর কেটে গেল এক বছর। আজও মেনে নিতে পারেন না অনেক সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু। সোমবার স্যোশাল মিডিয়ায় ছেঁয়ে গিয়েছিল সুশান্তের মৃত্যুবার্ষিকীতে প্রয়াত তারকার প্রতি ভকতদের শ্রদ্ধাঞ্জলী।
সুশান্ত সিন রাজপুতের স্মৃতিকে উজ্জীবিত করতে সুশান্ত-অঙ্কিতা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ র রিবুট ভার্সন আসতে চলেছে। এই ধারাবাহিকে অর্চনার ভূমিকায় থাকবেন অঙ্কিতা লোখান্ডে, অন্যদিকে সূত্রের খবর, মানবের চরিত্রে দেখা যাবে টেলি তারকা শাহির শেখের। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বালাজী টেলিফিল্মসের তরফে।
জি টিভির এই ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ র হাত ধরেই দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছিলেন সুশান্ত।
যদিও প্রয়াত অভিনেতার টেলিভিশন কেরিয়ার শুরু হয়েছিল ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ এর সঙ্গে। সেখানে মূল চরিত্রে অভিনয় করা নায়কের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত। কথায় আছে জহুরির চোখ জহর চেনে, ঠিক তেমন করেই সুশান্তকে দেখে একতার কাপুর বুঝে গিয়েছিল লম্বা রেসে ঘোড়া তিনি।
মানব-অর্চনার রিল এবং রিয়েল কেমিস্ট্রি নজর কেড়েছিল সকলের। ধারাবাহিকের সেটেই শুরু হয়েছিল সুশান্ত-অঙ্কিতার প্রেমের কাহিনি। এবার নতুন রূপে, নতুন আঙ্গিকে ফিরতে চলেছে পবিত্র রিসতার রিবুট বার্সন।
জানা যাচ্ছে, পবিত্র রিসতার নতুন সিজন ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হবে, ধারাবাহিকের চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে ইতিমধ্যেই। অঙ্কিতা-শাহিরের পাশাপাশি বাকি কাস্টও খুব শীঘ্রই ফাইনাল করা হবে। মূলত এই শো-এর মাধ্যমে সুশান্তকে শ্রদ্ধার্ঘ দিতে চান, একতা ও অঙ্কিতা।
২০০৯ থেকে ২০১৪। টানা ৫ বছর জি টিভিতে সম্প্রচারিত হয়েছে এই ধারাবাহিক। গোটা জার্নিরই অংশ থেকেছেন অঙ্কিতা লোখান্ডে। কিন্তু ২০১১ তে পবিত্র রিস্তা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সুশান্ত। রুপোলি পর্দায় প্রথম পা ‘কাই পো ছে’ ছবিতে। এরপর একের পর এক ছবিতে কাজের সুযোগ আসতেই বদলে যায় সুশান্তের কেরিয়ার প্ল্যান। কিন্তু পবিত্র রিস্তার সঙ্গে অটুট ছিল সুশান্তের রিসতা। তাই তো ধারাবাহিকের শেষ এপিসোডে ফের একবার মানবের ভূমিকায় ফিরেছিলেন তিনি।
Comments are closed.