ভক্তদের কাঁধে নেচে নেচে এগোচ্ছেন শান্তিপুরের মা কালী! বিসর্জনের ভিডিও নেটদুনিয়ায় তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
দূর্গা পূজার পরে কালীপুজো বাঙ্গালীদের অন্যতম বড় উৎসব। সারা বাংলার মানুষ দুর্গাপূজো শেষ হবার পরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কবে কালীপুজো শুরু হবে সেজন্য। এবার তেমনই শান্তিপুরের কালী ঠাকুরের ফটো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত শান্তিপুরের কালী ঠাকুরের পুজো দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান মানুষ। পাশাপাশি বিসর্জনের সময় সেই যাত্রায় সামিল হন শতাধিক ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও থেকে দেখা গিয়েছে অল্পবয়সী ছেলেমেয়েদের কাঁধে চেপে বিসর্জনের দিকে এগিয়ে চলেছেন কালী ঠাকুরের মূর্তি। পাশাপাশি ছেলেমেয়েরা কাঁধে তুলে নাচাচ্ছেন কালী ঠাকুরের মূর্তিটি। ঠিক যেন মনে হচ্ছে নাচতে নাচতে বিসর্জনের দিকে এগিয়ে চলেছেন কালী ঠাকুর।
প্রসঙ্গত এদিনের ভাইরাল ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা জানাচ্ছেন করোনার কারণে যে সমস্ত মানুষজন দূর-দূরান্ত থেকে এসে ঠাকুর দেখতে পারেননি তাদের পক্ষে এটা অত্যন্ত সুবিধাজনক হয়েছে।
সোশ্যাল মিডিয়ার পাতায় তারা ঠাকুর দর্শন করে নিতে সক্ষম হয়েছেন। পাশাপাশি গানের তালে তালে কালী ঠাকুরের নাচের দৃশ্য দেখে যারপরনাই মুগ্ধ হয়েছেন ভক্তরা। তাই এ বছরের বিসর্জন হয়ে গেলেও এখন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী বছরের জন্য।
Comments are closed.