শুরু থেকে আটঘাট বাধার পরেও হয়নি শেষরক্ষা। আসন বাঁচাতে গিয়ে গো হারান হেরে বসেন ট্রাম্প। হারার পরেও অবশ্য দমেননি তিনি, উলটে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ভোটে কারচুপির অভিযোগ করেছেন। এমনকি বাদ যায়নি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও।
কিন্তু ওপরে ওপরে হাজার রোষ থাকলেও ভেতর থেকে হেরে যাওয়ার ব্যথা ভোলেন নি ট্রাম্প। হোয়াইট হাউস না ছাড়ার কথা বললেও মেলানিয়া কিন্তু ইতিমধ্যেই নিজের জায়গা ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। জায়গা ছাড়তে ইতিমধ্যেই শুরু হয়েছে গোছগাছ। অন্যদিকে হোয়াইট হাউস-পরবর্তী জীবনে ফার্স্ট লেডির জন্য সরকারি বরাদ্দ কিছু থাকে কিনা এসব জানারও চেষ্টা করেছেন মেলানিয়া। এছাড়াও নতুন করে জীবন শুরু করার পাশাপাশি বই লেখার কথাও ভাবছেন মেলানিয়া।
এমনকি তিনি নতুন করে বসবাস করা জন্য ইন্টেরিয়র ডিজাইনারও নিয়োগ করেছেন মেলানিয়া। নতুন করে ঘর সাজাতে মেলানিয়া শিল্পকর্ম স্থাপন, জানালা-দরজা-সহ বিভিন্ন জায়গার পর্দা বসানো ইত্যাদি নানা খুঁটিনাটি কাজ শুরু করে দিয়েছেন। ইচ্ছে না থাকলেও কি অ্যাঁর উপায় আছে? তাই যেমন ভাবা তেমন কাজ।
Comments are closed.