জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুন করতে চাননি তিনি। তাঁর লক্ষ্য ছিল অন্য কেউ। জেরায় চাঞ্চল্যকর দাবি করেছেন শিনজো খুনে ধৃত তেৎসুয়া ইয়ামগামি। জাপানের এক সংবাদমাধ্যম থেকে এমনটাই জানা গিয়েছে।
আততায়ীর দাবি শুনে কার্যত আকাশ থেকে পড়েছে তদন্তকারীরা। ‘ভুল’ করে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কেউ গুলি করতে পারে! তাও আবার মাত্র ১০ ফিটের দুরুত্ব থেকে? ধৃতের দাবি ঘিরে তদন্তকারীদের মনে এরকমই একাধিক প্রশ্ন দানা বাঁধছে। এই ধরণের দাবি কোনও প্রকারের চালাকি কিনা তাও বোঝার চেষ্টা করছেন তাঁরা। পাশপাশি স্বাভাবিক ভাবেই আরও একটি প্রশ্ন দানা বেঁধেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী না হলে আততায়ীর টার্গেট কে ছিলেন?
জেরায় ইএমগামি জানিয়েছেন, তাঁর লক্ষ্যে ছিল জাপানের এক ধর্মীয় সংগঠনের নেতা। যে নেতা তাঁর মায়ের সঙ্গে প্রতারণা করেছিলেন। তাঁর অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীই ওই ধর্মীয় সংগঠনকে প্রচারের আলোয় এনেছিলেন।
উল্লেখ্য, শুক্রবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টা নাগাদ নারা শহরে এক পথ সভায় বক্তৃতা দিচ্ছেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সেই সময় পেছন থেকে পরপর দুটি গুলি চালায় আততায়ী। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নিয়েও যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। শিনজোর মৃত্যুতে শনিবার জাতীয় শোক পালিত হচ্ছে ভারতে।
Comments are closed.