‘আমাকে মেরে ফেল, ওদের ছেড়ে দাও’, মায়ানমারে সেনাবাহিনীর সামনে নতজানু হয়ে এক সন্ন্যাসিনী, ভিডিও ভাইরাল
সাদা পোশাক পরিহিত মহিলা একজন ক্যাথলিক চার্চের সন্ন্যাসিনী।
ধুলোমাখা রাস্তা। সামনে দাঁড়িয়ে মায়ানমারের অস্ত্রধারী সেনাবাহিনী। সাদা পোশাক পড়ে এক সন্ন্যাসিনী নতজানু হয়ে “সন্তানদের” প্রাণ রক্ষার জন্য কাতর আবেদন করছেন। বদলে নিজের প্রাণ দিতে রাজি। সম্প্রতি এমনই একটি ভিডিও স্যোশাল দুনিয়ায় ভাইরাল হয়েছে।
গত সোমবার মায়ানমারের মিনকিনা শহরে এই ঘটনাটি ঘটে। সাদা পোশাক পরিহিত মহিলা একজন ক্যাথলিক চার্চের সন্ন্যাসিনী। বৌদ্ধ ধর্মাবলম্বী দেশে একজন ক্যাথলিক সন্ন্যাসিনীর এই কাতর আবেদন বিশ্ব দরবারে প্রশংসার জায়গা করে নিয়েছেন তিনি।
গত ফেব্রুয়ারি মাস থেকে মায়ানমারে সেনা অভ্যুত্থান ঘটেছে। দলীয় নেতা অং সান সু চি সহ একাধিক নেতাকে ক্ষমতাচ্যুত করে গৃহবন্দি করা হয়েছে। পুনরায় গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছে ওই দেশের সাধারণ মানুষ। সেনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ রুখতে দমননীতির আশ্রয় নিয়েছে পুলিশ এবং সেনা বিভাগ।
Comments are closed.