প্রকাশে এলো শ্রেয়া-শিলাদিত্যের পুত্র-সন্তানের ছবি ও নাম

প্রকাশ্যে এলো শ্রেয়াদ্যিত্যের পুত্র দেব্যানের প্রথম ছবি

কোলে সদ্যজাত, হাসিমুখে দাঁড়িয়ে শ্রেয়া-শিলাদিত্য। বুধবার প্রকাশ্যে এলো শ্রেয়াদ্যিত্যের পুত্র দেব্যানের প্রথম ছবি। নাম রাখলেন দেব্যান মুখার্জি।

এদিন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা গেল, লাল পোশাকে ছেলেকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। পাশে দাঁড়িয়ে শিলাদিত্য। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছেলের দেব্যানের দিকে দম্পতী।

ছবির ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, আলাপ করিয়ে দিই দেব্যান মুখার্জির সঙ্গে। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর যখন ওকে প্রথমবার দেখি একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। পাশাপাশি জানিয়েছেন, এটা তাঁদের জীবনের সেরা উপহার।

 

 

View this post on Instagram

 

A post shared by shreyaghoshal (@shreyaghoshal)

গত ২২ মে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শ্রেয়া জানিয়েছিলেন, ভগবানে আশীর্বাদে আমাদের কোল আলো করে পুত্রসন্তান জন্ম নিয়েছে। এমন আবেগপূর্ণ পরিস্থিতি আগে কখনও অনুভব করেননি বলে জানিয়েছিলেন।

Comments are closed.