মরিচঝাঁপি দিবসে নিহত হিন্দু উদ্বাস্তুদের শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী, ৪২ টি সাংগাঠনিক জেলায় বিজেপির মৌন মিছিল

৩১ শে জানুয়ারি মরিচঝাঁপি অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। আর মরিচঝাঁপি দিবসেই নিহত সকল হিন্দুদের স্মরণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন,৩১ জানুয়ারি ১৯৭৯ সালে মরিচঝাঁপি দ্বীপে হিন্দু উদ্বাস্তুদের গণহত্যা করা হয়। মরিচঝাঁপি দিবসে নিহত সকল হিন্দুদের স্মরণ করি।

৩১ শে জানুয়ারি মরিচঝাঁপি রাজ্য বিজেপির শীর্ষ নেতারা সুন্দরবনের কাছের ছোট্ট দ্বীপ মারিঝাঁপিতে যাবেন বলে ঠিক করেছেন। জ্যোতি বসু সরকারের আমলে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের পুলিশি হত্যার প্রতিবাদে এবং সম্মান জানাতে বিজেপির এই মারিঝাঁপি যাত্রা বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে এদিন মরিচঝাঁপি অভিযানের পর কুমিরমারিতে একটি জনসভা করবে বিজেপি। ৪২ টি সাংগাঠনিক জেলায় মৌন মিছিল করার ডাক দিয়েছে বিজেপি। উদ্বাস্তুদের হত্যার পর তদন্ত কমিশন গড়েও কোনও বিচার মেলেনি বলে অভিযোগ বিজেপির।

Comments are closed.