এক সপ্তাহের মধ্যে শুভেন্দু অধিকারীর পাড়ায় ফের সিআইডি, কথা দিব্যেন্দুর সঙ্গে

ফের শুভেন্দু অধিকারীর পাড়ায় সিআইডি। বিরোধী দলনেতার কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের বাড়ির উল্টোদিকের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। কথা বলেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সঙ্গে।

শুভেন্দুর বাড়ির উল্টোদিকের বাড়িতে পুরো ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা।
এর আগেও শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি শান্তিকুঞ্জের কাছে গিয়েছিল সিআইডি। কাঁথি থানাতেও গিয়েছিল সিআইডি। এরপর ফের শনিবার সেখানে যান আধিকারিকরা। শান্তিকুঞ্জের উল্টোদিকেই রয়েছে দেহরক্ষীদের থাকার জায়গা। কতটা নিরাপত্তার মধ্যে দেহরক্ষীরা সেখানে থাকেন তা খতিয়ে দেখেন আধিকারিকরা। শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত যে ঘরে থাকতেন, সেই ঘরটিও তাঁরা প্রায় দেড় ঘণ্টা ধরে ঘুরে দেখেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ অক্টোবর শান্তিকুঞ্জ-এর সামনেই কর্মরত অবস্থায় মৃত্যু হয় রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তৎকালীন দেহরক্ষী শুভব্রত। কলকতায় নিয়ে আসা হলেও মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার পর ফের দায়ের হয় অভিযোগ। স্বামীকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বলে ৭ জুলাই অভিযোগ দায়ের করেন শুভেন্দুর স্ত্রী সুপর্ণা। ঘটনায় নড়েচড়ে বসে রাজ্য সরকার। তদন্ত শুরু করে সিআইডি।

Comments are closed.