সিকিমের জনসংখ্যা বাড়াতে উদ্যোগী হয়েছে সেই রাজ্য। মহিলা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, দ্বিতীয় সন্তান নিলেই পাওয়া যাবে বাড়তি বেতন। অন্যান্য আর্থিক সুবিধাও পাওয়া যাবে। দেশের জনসংখ্যা বাড়াত এমন সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। তাই মহিলা সরকারি কর্মচারীদের দ্বিতীয় সন্তান ধারণের জন্য উৎসাহিত করা হচ্ছে।
এমনকি বলা হয়েছে, বাড়িতে সন্তানের দেখাশোনা করার জন্য কাউকে রাখলে সেই টাকা দেবে সিকিম সরকার। ৪০ বছরের উর্দ্ধে মহিলাদের রাখা হবে এই কাজের জন্য। মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে তাঁদের। ১ বছরের জন্য বিনামূল্যে ওই মহিলাদের নবজাতকের দেখাশোনা করার জন্য রাখতে পারবেন চাকুরিরতা মহিলারা। মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং জনসংখ্যা বাড়াতে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। চলতি মাসের ২১ তারিখ থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। টানা ১ বছর মাতৃত্বকালীন ছুটি পাবেন মহিলা কর্মীরা। আর সন্তান জন্মের পর বাবারা ৩০ দিন ছুটি পাবেন।
উল্লেখ্য, সিকিমের জনসংখ্যা মাত্র ৭ লক্ষ। কয়েক বছর ধরে সেখানে জন্মহার খুব কম। সেইকারণে কমে যাচ্ছে জনসংখ্যা।
Comments are closed.