তুরস্কে ভূমিকম্পের জেরে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৪ হাজার মানুষ। এরমধ্যেই ভূমিকম্পে কাপল পাহাড়ের রাজ্য সিকিম। সোমবার ভোরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল সিকিমের উইকসম এলাকা। ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সিকিমে থাকা পর্যটকরা। সিকিমের ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং ও কালিম্পং-এ থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
রবিবার বিকেলেও ভূমিকম্পে কেঁপে ওঠে অসমের নগাঁও এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। গত কয়েকমাসে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য। মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচলপ্রদেশে ভূমিকম্প অনুভূত হয়।
উল্লেখ্য, ত সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। মূল কম্পনের পর আফটার শকে অন্তত ১০০ বার কেঁপেছে দুই দেশের মাটি। ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৩ হাজারের গণ্ডি। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত-সহ একাধিক দেশ। ভারত থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে তুরস্কে। গিয়েছে ত্রাণ সামগ্রীও।
Comments are closed.