শীতলকুচিকাণ্ডে ফের তলব করা হল কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে। সিআঅডি তাঁকে তলব করেছে ভবানীভবনে। চতুর্থ দফার ভোটের দিন কী হয়েছিল শীতলকুচিতে, কেন গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, এসব প্রশ্ন করা হবে তাঁকে। এর আগেও দেবাশীষ ধরকে ২ বার জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
এছাড়াও মাথাভাঙা থানার বেশ কয়েকজন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
উল্লেখ্য, চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ভোটার লাইনে থাকা চার জনের মৃত্যু হয়। ঘটনার শোরগোল পড়ে যায়। সিআইডি সূত্রে খবর, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোচবিহারের তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর। ক্ষমতায় এলে শীতলকুচিকাণ্ডে সিআইডি তদন্ত হবে বলে জানিয়ে দেন মমতা ব্যানার্জি। সেইমত তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই শীতলকুচিকাণ্ডের তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেন মমতা। ওই পুলিশ সুপারকে সাসপেন্ড করে রাজ্য সরকার ৷
Comments are closed.