শুরু হয়ে গেল টালা ব্রিজের যান চলাচল, চতুর্থী থেকে বাস ও ভারী গাড়ি চলার সম্ভবনা 

উদ্বোধনের একদিন পরেই টালা ব্রিজের যান চলাচল শুরু হয়ে গেল। শনিবার সকাল থেকেই টালা ব্রিজ খুলে দেওয়া হয়। তবে এখনই বাস বা কোনও ভারী গাড়ির ব্রিজে ওঠা নিষেধ। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে পুজোর চতুর্থীর দিন থেকে ভারী গাড়িকে ছাড়পত্র দেওয়া হবে। 

বৃহস্পতিবার টালা ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও সে দিন থেকেই যান চলাচল শুরু করা যায়নি। তবে পুজোর মুখে ব্রিজ খুলে যাওয়ায় খুশি সাধারণ মানুষও। উত্তর শহরতলির সঙ্গে কলকাতায় আসার গুরুত্বপূর্ণ রাস্তা এই টালা ব্রিজ। এতদিন ব্রিজ বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়েছে নিত্য যাত্রীদের। ঘুর পথে গন্তব্যে পৌঁছতে হয়েছে। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ব্রিজ খুললেও ভারী গাড়িকে আরও বেশ কিছুদিন পরে ছাড়পত্র দেওয়া হবে। যা নিয়ে বাস সংগঠনের একাংশ প্রতিবাদ জানিয়ে পরিবহনমন্ত্রীকে চিঠি দিয়েছিল। তবে পুজোর মুখেই ছাড়াপত্র মেলার সম্ভাবনায় খুশি বাস মালিকরাও। সব মিলিয়ে পুজোর মুখেই নতুন রূপে টালা ব্রিজ খুলে যাওয়ায় উত্তর কলকাতার যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। 

Comments are closed.