জেএনইউতে পড়ুয়া-শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পথে কারাট-ইয়েচুরি সহ প্রাক্তনীরা, দেখুন ফটো গ্যালারি

রবিবার জেএনইউতে মুখ ঢেকে, আলো নিভিয়ে নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে সরব হয়েছে গোটা দেশ। এদিকে পুলিশ এখনও একজনকেও গ্রেফতার করতে পারেনি। যদিও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে খোদ জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষের বিরুদ্ধেই। রবিবারে হামলায় গুরুতর আহত ঐশী ঘোষের মাথায় ১৫-১৬ টি সেলাই পড়েছে। হাতেও ব্যান্ডেজ।

এদিকে জেএনইউ-কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। মঙ্গলবার দিল্লিতে ধিক্কার মিছিল করেন প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি সহ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন ছাত্রছাত্রী।

এদিকে জেএনইউয়ের ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। মঙ্গলবার তাঁরা জমায়েত করে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন।

জেএনইউ কাণ্ড নিয়ে উত্তাল মুম্বইও। সেখানে একটি প্রতিবাদ সভায় অংশ নেন চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, কুনাল কামরা সহ একাধিক বলিউড সদস্য।

Comments are closed.