জুন মাসেই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের কয়েকটি সংগঠন। ধর্মঘট ১ দিনের হলেও ব্যাঙ্ক বন্ধ থাকবে টানা ৩ দিন। এর ফলে ফের ভাগান্তি পোহাতে চলেছেন গ্রাহকরা। জানা গিয়েছে, ৯টি ব্যাঙ্ক ইউনিয়নের একটি সংগঠন United Forum of Bank Unions ধর্মঘটের ডাক দিয়েছে। আগামী ২৭ জুন এই ধর্মঘটের দিন ঠিক করা হয়েছে বলে জানা গিয়েছে।
ধর্মঘট ১ দিনের হলেও সাপ্তাহিক ছুটির কারণে ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৭ জুন সোমবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার আগে যথারীতি রবিবার ব্যাঙ্ক বন্ধ। অন্যদিকে ২৫ জুন মাসের চতুর্থ শনিবার হওয়ায় সে দিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে। যার ফলে টানা তিন দিন অসুবিধায় পড়বেন গ্রাহকরা। সে কারণে শুক্রবারের মধ্যেই ব্যাঙ্কের সমস্ত কাজ সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।
All India Bank Employee Association-এর তরফে জানানো হয়েছে, পেনশন স্কীমের সংশোধন চেয়ে দীর্ঘদিন ধরেই আবেদন করে আসছে তারা। কিন্তু তা শোনা হয়নি। যে কারণেই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মী সংগঠনের এক নেতা জানান, সারা দেশ জুড়ে ৭ লক্ষ ব্যাঙ্ক কর্মী এই ধর্মঘটে যোগ দিতে চলেছেন।
Comments are closed.