পার্থ চ্যাটার্জির গ্রেফতারির পর কামরাজ মডেলের মতো পুরো মন্ত্রিসভা ভেঙে নতুন করে তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে এরকম একটি জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, “কামরাজ মডেলে মন্ত্রিসভা ভাঙার কোনও পরিকল্পনা আমাদের নেই”। তিনি জানান, “সুব্রত মুখার্জি, সাধন পাণ্ড প্রয়াত হয়েছেন। পার্থ চ্যাটার্জি জেলে রয়েছেন। ফলে অনেকগুলো দফতর ফাঁকা রয়েছে। সে কারণেই মন্ত্রিসভার রদবদল করা প্রয়োজন।
মুখ্যমন্ত্রী আর জানান, আগামী বুধবার মন্ত্রিসভার রদবদল করা হবে। ৫ থেকে ৬ জন নতুন মুখকে মন্ত্রিসভায় আনা হবে। সেই সঙ্গে ৪-৫ জনকে মন্ত্রিসভা থেকে সরানোও হতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রিসভার ৪, ৫ জনকে সংগঠনের দায়িত্ব দেওয়া হবে।
প্রশাসনিক কাজের সুবিধার জন্য এদিন নতুন ৭ টি জেলার নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নতুন ৭ টি জেলা হল, বহরমপুর, কান্দি, সুন্দরবন, বসিরহাট, ইচ্ছামতী, রানাঘাট, বিষ্ণুপুর।
Comments are closed.