প্রথম দর্শনেই নজর কেড়েছে। শঙ্খের মতো দেখতে নতুন এই স্টেডিয়াম শহর কলকাতার মুকুটে নয়া পালক। পয়লা বৈশাখের আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন ‘ধন ধান্যে’ স্টেডিয়ামের। এবং এটিকে শঙ্খের আদলে তৈরিও যে তাঁরই ভাবনা, উদ্বোধনী অনুষ্ঠানে তাও জানিয়েছেন। তবে দর্শনধারী নয়, আরও একাধিক কারণে বিশ্বমানের এই আধুনিক স্টেডিয়াম নজর কাড়বে।
জানা গিয়েছে, শ্বেতশুভ্র ছয় তলা এই বিশাল ইমারতটি তৈরি হয়েছে ৬ হাজার মেট্রিক টন ইস্পাত দিয়ে। ইস্পাতের ধাঁচার ওপরে রয়েছে দস্তার মোড়ক। এই দস্তা আবার নিয়ে আসা হয়েছে সুদূর ফ্রান্স থেকে। বিশাল এই স্টেডিয়ামের মধ্যে রয়েছে দুটি সভাঘর, ৩টে থিয়েটার হল, ২টো বোর্ড রুম, ৬টি অতিথি নিবাস এবং ২টি ডরমেটির।
এছাড়াও অনুষ্ঠানের জন্য থাকছে ব্যাঙ্কোয়েট, কাফেটেরিয়া, ফুড কোর্টও সহ একাধিক অত্যাধুনিক সুযোগ সুবিধা। এছাড়াও স্টেডিয়ামের মধ্যে রয়েছে, দুটি অত্যাধুনিক স্টেডিয়াম। একটিতে আসন সংখ্যা ২ হাজার, অন্যটিতে ৫৪০ বিশিষ্ট আসন। পাশাপাশি রয়েছে একটি স্ট্রিট থিয়েটার যেখানে ৩৫০ জন দর্শক বসতে পারবেন। এছাড়াও ৬ তোলার একেবারে নীচের তলায় থাকছে একটি অত্যাধুনিক পার্কিং স্টেডিয়াম।
Comments are closed.